ভিডিও রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

নওগাঁর রাণীনগরে আড়াইশ’ আমগাছ কেটে ফেলার অভিযোগ

নওগাঁর রাণীনগরে আড়াইশ’ আমগাছ কেটে ফেলার অভিযোগ, ছবি : দৈনিক করতোয়া

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্ধারিত জায়গায় গড়ে তোলা বাগান থেকে রাতের আঁধারে আড়াইশ’ আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটলে আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক জসিম উদ্দীন জানান, রাণীনগর উপজেলা সদর সংলগ্ন চকমুনু এলাকায় প্রায় ৬৪ শতাংশ জায়গা ক্রয় করে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর আগে ২৮০টির মতো আমগাছ রোপণ করে বাগান গড়ে তোলা হয়েছিল।

গতকাল শুক্রবার রাতে কে বা কারা বাগানে প্রবেশ করে আড়াইশ’ আমগাছগুলো কেটে ফেলেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও স্থানীয়ভাবে কারও সাথে কোন বিরোধ নেই তার পরেও কে বা কারা গাছগুলো কেটে ফেলেছে।

আরও পড়ুন

রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গাছ কেটে ফেলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে আড়াইশ’ আমগাছ কেটে ফেলার অভিযোগ

গাছে গাছে ঝুলছে দার্জিলিংয়ের কমলা বাগান থেকেই কিনছেন ক্রেতারা

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাত আলীকে বগুড়ায় ইবিয়ানদের সংবর্ধনা প্রদান

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে যুবক খুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

বগুড়ার ধুনটে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে ভূমি মালিক গ্রেপ্তার