এক কাপ কফির দাম ৪১ হাজার টাকা, সঙ্গে খামারের মালিকানা
লাইফস্টাইল ডেস্ক: বিশ্বের জনপ্রিয় পানীয়র তালিকায় কফি অন্যতম। এমন অনেক কফি লাভার আছে যারা দিনের শুরু করেন এই পানীয় দিয়ে। একেক দেশে একেক ধরনের কফি পাওয়া যায়। কয়েক দিন ধরেই আলোচনায় আছে যুক্তরাজ্যের একটি কফি। আর আলোচনার মূল কারণ কফির দাম। অনেকেই বলছেন এটা বিশ্বের সবচেয়ে দামি কফি।
এপির প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যের মসগিল অর্গানিক ডেইরি এই কফি বিক্রি করছে। এই স্কটিশ দুগ্ধ খামারে বিক্রি করা দুধ-চিনি মেশানো ছোট্ট এক কাপ কফির দাম রাখা হচ্ছে ৩৪৪ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৪১ হাজার ৮৮ টাকা। এখানেই শেষ নয় কিন্তু এই এক কাপ কফির সঙ্গে আপনি ঐ স্কটিশ দুগ্ধ খামারের একটি শেয়ারের মালিকানাও পাবেন।
আরও পড়ুনমূলত কফি সঙ্গে খামারের শেয়ারের মালিকানা বিক্রির জন্য এই কৌশল বেছে নিয়েছে স্কটিশ খামারটি। খামারের মালিক ব্রাইস কানিংহাম নিজেও তার খামারের কফির উচ্চ মূল্যের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। ব্রাইস বলেছেন, যুক্তরাজ্যে একটি সাধারণ হোয়াইট কফির তুলনায় এই কফির দাম প্রায় ৮০ গুণ বেশি। তবে এটা কফি পানের থেকেও দারুণ কিছু। দুগ্ধ খামারের ভবিষ্যৎ রক্ষায় তার এই উদ্যোগ বলেও জানান ব্রাইস।চলতি বছর এপ্রিলে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সবচেয়ে দামি কফি বিক্রি করে কফি বার ‘শট লন্ডন’। অভিজাত এলাকা মেফেয়ার এবং মেরিলেবোনে তাদের কফি বার রয়েছে। সেখানে একটি সাদা কফির দাম ২৬৫ পাউন্ড যা প্রায় ৪০ হাজার টাকা। জাপানের ওকিনাওয়া থেকে আনা এক ধরনের বিরল কফি বীজ থেকে ওই কফি তৈরি করা হয়।নিজের দুগ্ধ খামার বাঁচাতে তিন লাখ পাউন্ড জোগাড় করার চেষ্টা করছেন ব্রাইস কানিংহাম। জানা গেছে কফি নিয়ে তার এই উদ্যোগ শুরুর আগেই ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে এক-তৃতীয়াংশের বেশি অর্থ উঠিয়ে ফেলেছেন তিনি।
মন্তব্য করুন