ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ
আজ রোববার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এ তথ্য নিশ্চিত করেন। গণমাধ্যমকর্মীদের তিনি জানিয়েছেন, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি চলছে।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। সেই সঙ্গে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত। ওইদিন বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। সেই সঙ্গে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার সচিব ছাড়াও আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুনউল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত দু’দিন ধরে রাজধানীতে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। এরমধ্যে শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চালকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল। ওইদিন রেললাইন অবরোধের ফলে পদ্মা সেতু হয়ে চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।
মন্তব্য করুন