ইমরানের দলের বিক্ষোভ ঘিরে থমথমে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশ ঘিরে দেশটির বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা, ইন্টারনেট সেবা ব্যাহত ও ব্যাপক নিরাপত্তার মধ্যেও পিটিআইয়ের সমর্থকরা দেশটির বিভিন্ন শহর থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা হয়েছেন। গত ১৩ নভেম্বর কারাগারে থেকেই কারাগার থেকেই চূড়ান্ত আন্দোলনের ডাক দেন ইমরান খান। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন-সংক্রান্ত সংবিধানের ২৬তম সংশোধনী প্রত্যাহার এবং বিনাবিচারে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে পিটিআই।
ডন বলছে, ইসলামাবাদ শহরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কন্টেইনার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন শহর থেকে সকাল থেকেই পিটিআইয়ের নেতাকর্মীরা ইসলামবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে রাস্তায় পুলিশি বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।
আরও পড়ুনসংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রোববার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা রয়েছে। এই দিনেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে পিটিআই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সতর্ক করে বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে কোনো ধরনের বিক্ষোভ কিংবা অবস্থান ধর্মঘটের অনুমতি দেওয়া হবে না। ইসলামাবাদে দুই মাসের জন্য পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ করে রাখা হয়েছে বলে জানান তিনি।
জিও নিউজ বলছে, পিটিআই কর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ ভ্যান আনা হয়েছে। বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য হাজার হাজার কন্টেইনার দেখা গেছে ইসলামাবাদে। পাকিস্তানের জাতীয় মহাসড়ক এবং মোটরওয়ে পুলিশ জানিয়েছে, এরই মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন