ভিডিও রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

জয় বঞ্চিত বার্সা হারাল পয়েন্ট 

জয় বঞ্চিত বার্সা হারাল পয়েন্ট , ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লা লিগায় সেল্টা ভিগোর সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে বার্সেলোনা । অথচ ১৫ ও ৬১ মিনিটে দুই গোলে এগিয়ে থাকা কাতালানরা জয়ের আশাই করছিল। সব কিছু উলট-পালট হয়ে যায় শেষ দিকে দুই মিনিটে দুই গোল হজম করায়। এমন ম্যাচের পর বার্সা কোচ হান্সি ফ্লিক বলতে বাধ্য হয়েছেন, বাজে খেলেছে তার দল। 

রাফিনহা ও লেভানডোভস্কির গোলে ভালো লিড নিয়েই চলছিল বার্সা। বিপদের সূচনা ৮২ মিনিটে। লাল কার্ড দেখে মার্ক কাসাদো মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় তারা। আর এই সুযোগ নিয়েই সেল্টা একটি পয়েন্ট ছিনিয়ে নিলে বার্সা জয় বঞ্চিত হয়েছে। ৮৪ মিনিটে জুলস কুন্দের ভুলের সুযোগ নিয়ে একটি গোল শোধ দেন আলফোনসো গঞ্জালেস। দুই মিনি পর হুগো আলভারেজ এনে দেন সমতাসূচক গোল। এখন মনে হচ্ছে এমন ব্যর্থতার কারণ লামিনে ইয়ামালের অনুপস্থিতি! এই মৌসুমে ১১টি ম্যাচ জেতা বার্সেলোনা টিনএজ উইঙ্গার ইয়ামালকে ছাড়া খেলতে নেমে তৃতীয় হার দেখেছে। 

আরও পড়ুন

ড্র করলেও পাঁচ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ আর তিনে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর বার্সা কোচ তাই এভাবেই মূল্যায়ন করেছেন শিষ্যদের, ‘আমাদের জন্য খুবই বাজে ম্যাচ ছিল। এমনটা আমরা দেখতে চাই না। সাধারণত এমন ফুটবলও আমরা খেলি না।’ তবে ম্যাচের পর তিনি স্বীকার করেছেল লাল কার্ডই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, ‘ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু লাল কার্ড অনেক বড় প্রভাব ফেলেছে। দুটি মুভেই দুই গোল আদায় করে নিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ১ যুগ পূর্ণ হলো

গাজীপুরের এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

বাতিল করা হলো নুহাশের সিনেমার সরকারি বরাদ্দ!

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই: সিইসি নাসির উদ্দীন

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়লো

আইপিএল’র নিলামে কে এই মল্লিকা সাগর