ভিডিও রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

চেলসি ও আর্সেনালের জয়

চেলসি ও আর্সেনালের জয়, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর প্রথম ম্যাচে জয় পেয়েছে চেলসি। লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ব্লুজ। এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেলসি। এদিকে টানা চার ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। দাপুটে পারফরম্যান্সে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে গানাররা।

গত মৌসুমে হারের বৃত্তেই ঘুরপাক খেয়েছে চেলসি। নতুন মৌসুমে ঘুরে দাড়িয়েছে ব্লুজ। আন্তর্জাতিক বিরতির পর নতুন রূপে এনজো মারেস্কার শিষ্যরা। শনিবার (২৩ নভেম্বর) কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লেস্টার সিটিকে ২-১ গোলে হারায় চেলসি। নিকোলাস জ্যাকসন এবং এনজো ফার্নান্দেজ ব্লুদের হয়ে গোল করেন। লেস্টার সিটির পক্ষে একমাত্র গোলটি জর্ডান আইয়ুর। এদিকে আরেক খেলায় ঘরের মাঠে আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে সফরকারী নটিংহ্যাম ফরেস্টকে। আর্সেনালের পক্ষে বুকায়ো সাকা, থমাস পার্টি এবং ইথান এনোয়ানেরি গোল করেন।

এদিন কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় চেলসি। যদিও গোলের সুযোগ তৈরি করে কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা। তবে ম্যাচের ১৫ মিনিটে আর ভুল করেনি চেলসি। এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন নিকোলাস জ্যাকসন। শুরুতে লিড নিয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে ব্লু'রা। তবে একের পর এক আক্রমণ করেও সুযোগ কাজে লাগাতে পারছিল না সফরকারীরা। অবশেষে ৩২ মিনিটে জালের দেখা পায় চেলসি। তবে অফ সাইডে বাতিল হয় সে গোল। বিরতিতে যাওয়ার আগে লিড দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পায় সফরকারীরা। তবে ফিনিশিং দুর্বলতায় কাউন্টার অ্যাটাকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি মাদুইকে। ১-০ গোলে এগিয়ে থাকে বিরতিতে যায় এনজো মারেস্কার দল। দ্বিতীয়ার্ধেও  আধিপত্য ধরে রাখে চেলসি। ৫৪ মিনিটে গোলের ভালো সুযোগ আসে সফরকারীদের সামনে। তবে ভাগ্য সহায় হয়নি সে দফায়। ৭৫ মিনিটে ব্লুজদের ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেজ। এ মৌসুমে আর্জেন্টাইন মিডফিল্ডারের এটিই প্রথম গোল।

আরও পড়ুন

অন্তিম সময়ে ম্যাচ জমিয়ে তুলে লেস্টার সিটি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করে তারা। তবে বাকি সময় সমতায় ফেরার চেষ্টা করলেও রক্ষণ ভাঙতে পারেননি এনজো মারেসকার দলের। এ জয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে চেলসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবপুরে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫

চোরাই পথে আনা ৫০০টি ভারতীয় কম্বলসহ ট্রাক জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

আজ তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ১ যুগ পূর্ণ হলো

গাজীপুরের এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

বাতিল করা হলো নুহাশের সিনেমার সরকারি বরাদ্দ!