দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ অস্ত্র রাখার অপরাধে পৌর এলাকার মাছুয়াপাড়া গ্রামের জুয়েল রানা (২৫) নামে এক যুবককে তার নিজ বাড়ি থেকে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা। আজ রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাতে যৌথবাহিনীর সদস্যরা পান্না মিয়ার ছেলেকে আটক করে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।
এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পিস্তল ও গুলি রাখার কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার উতই-সাগর গ্রামে তার ভগ্নিপতি জুয়েল মিয়া (৩০) এর বাড়ি থেকে ৯ মি.মি একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি খালি মদের বোতল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, সেনাবাহিনীর মধ্যপাড়া পাথর খনির অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি পলাশবাড়ী থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়। অস্ত্রটি সে গত ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের পরে কোন এক সময় অস্ত্রটি কিনেছেন।
আরও পড়ুনতবে কেন, কোথায় থেকে কিনেছে তা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জুয়েল রানাকে যৌথবাহিনীর সদস্যরা আমাদের থানায় হস্তান্তর করেন। তবে জুয়েল রানার ভগ্নিপতি তার বাড়িতে পিস্তল রাখার বিষয়টি জানতেন না বলে তিনি জবানবন্দি দিয়েছেন, এজন্য তাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
মন্তব্য করুন