দৈনিক করতোয়ায় প্রতিবেদন প্রকাশের পর
বগুড়ার ধুনটে দাদনের টাকার জন্য নিয়ে যাওয়া গরু উদ্ধার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় দাদনের টাকা দিতে না পারায় বাঁধে আশ্রিত আবু তালেবের বাড়ি থেকে নিয়ে যাওয়া গরুটি শ্রমিক নেতা আল-আমিনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আল-আমিন উপজেলার ভুতবাড়ি গ্রামের তজুমুদ্দিনের ছেলে। গরুটি উদ্ধার করে আবু তালেবের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আবু তালেব উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের শুকুর আলীর ছেলে।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে গরুর মালিক আবু তালেব এ তথ্য নিশ্চিত করে বলেন, দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর থানা পুলিশ গরুটি উদ্ধার করে দিয়েছে। দাদনের ১০ হাজার টাকা দিতে না পারায় শ্রমিক নেতা আল-আমিন আমার শেষ সম্বল গরুটি জোর করে নিয়ে যান। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি জানান, প্রায় পাঁচ মাস আগে যমুনা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজে সস্তায় অগ্রিম শ্রম বিক্রি করে শ্রমিক সর্দার আল-আমিনের কাছ থেকে ২০ হাজার টাকা দাদন নেন। কিন্তু আল-আমিনের কাজ করে টাকা শোধ দিতে পারেননি। বিষয়টি নিয়ে ৭ সেপ্টেম্বর বৈঠক হয়ে ১০ হাজার টাকা পরিশোধ করেন তিনি।
আরও পড়ুনআর অবশিষ্ট টাকা দুই কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সময়মত সেই টাকা পরিশোধ করতে না পারায় আল-আমিন গরু নিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় রোববার দৈনিক করতোয়ায় ধুনটে দাদনের টাকার জন্য শ্রমিকের গরু নিয়ে গেলেন শ্রমিক সর্দার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, আবু তালেবের অভিযোগের ভিত্তিতে গরুটি উদ্ধার করে দেওয়া হয়েছে। উভয়পক্ষের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে।
মন্তব্য করুন