বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন বন্ধে বিপাকে যাত্রীরা
বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক বাস টার্মিনালে পরিবহন প্রবেশ নিষিদ্ধ করায় বেনাপোল থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন ব্যবসায়ী সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন পাসপোর্টধারী যাত্রীরা। শনিবার (২৩ নভেম্বর) থেকে চলছে এই ধর্মঘট।
ধর্মঘটের সমর্থনকারী পরিবহন ব্যবসায়ীরা জানান, ভারতগামী পাসপোর্টধারীদের সেবায় বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন পরিবহন ব্যবসায়ীরা। কিন্তু গেল বৃহস্পতিবার থেকে পৌরসভা কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার বন্ধ করে দেয়া হয়। এ সময় যাত্রী সুবিধায় ভারতগামী পাসপোর্টধারী যাত্রী বহনকারী রাতের বাসগুলো বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে যাত্রী নামানোর কথা হয়। কিন্তু হঠাৎ করে গতকাল রাতের বাস চেকপোস্টে ঢুকতে না দিয়ে পৌর কর্তৃপক্ষ পাসপোর্টধারীদের চেকপোস্ট থেকে চার কিলোমিটার দুরের পৌর বাস টার্মিনালে নামাতে শুরু করে। এতে পাসপোর্টধারীদের ভোগান্তি ও ব্যবসার ক্ষতির প্রতিবাদ জানিয়ে বেনাপোল রুটে সারাদেশের সঙ্গে পরিবহন চলাচল বন্ধ রাখেন তারা।
পাসপোর্টধারী যাত্রীরা জানান, যানজট নিরসনের জন্য পৌর বাস টার্মিনাল চালু করায় উপকৃত হবেন সকলে। তবে রাতের বেলা যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে পৌর টার্মিনালে না নামিয়ে বন্দর টার্মিনালে যাত্রী নামানোর দাবি তাদের। আর হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন তারা।
বেনাপোল চেকপোস্ট শ্যামলী এনআর বাস কাউন্টারের স্টাফ মনজিল হোসেন জানান, যাত্রী ভোগান্তি ও ব্যবসা বান্ধব পরিবেশ না থাকার কারণে ঢাকার মালিকদের নির্দেশে দিনভর বেনাপোল রুটে কোনো যাত্রীবাহী বাস ছাড়েনি। তারা পরবর্তীতে নির্দেশ দিলে পরিবহন সেবা আবারও শুরু করা হবে।
বেনাপোল পৌরসভার প্রশাসক কাজি নাজিব হাসান বলেন, প্রথম দিনে হয়তো অনেকে বুঝতে না পারায় কিছুটা ভুল হতে পারে। তবে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে রাত ১০টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত দূরপাল্লার বাসগুলোকে বেনাপোল বন্দর চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে যাত্রী নামানোর নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি এ সুবিধায় ধর্মঘটকারীরা তাদের ধর্মঘট তুলে নিবেন।
আরও পড়ুন
এদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বেনাপোল বন্দরে আটকা পড়ে ভারত ফেরত কয়েক শত পাসপোর্টধারীযাত্রী। ভোগান্তি কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পাসপোর্টধারীরা যাতে বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতে পারে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাসচালক ও পাসপোর্টধারীরা।
প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশের মধ্যে চিকিৎসা ও ব্যবসাসহ বিভিন্ন কাজে কয়েক হাজার পাসপোর্টধারী যাতায়াত করে থাকে। পরিবহন সেবা বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে তারা।
মন্তব্য করুন