ভিডিও সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

দিনাজপুরের বিরলে সারাবছর পাওয়া যাচ্ছে কাটিমন জাতের রসালো আম

দিনাজপুরের বিরলে সারাবছর পাওয়া যাচ্ছে কাটিমন জাতের রসালো আম, ছবি : দৈনিক করতোয়া

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সারাবছর পাওয়া যাচ্ছে রসালো সুস্বাদু কাটিমন জাতের আম। বাণিজ্যিকভাবে এই আমের বাগান গড়ে উঠায় কৃষকদের মাঝেও তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের গোন্ডি পেরিয়ে বারোমাসি এ আম বিদেশেও রপ্তানি করা হচ্ছে।

অসময়ে বেশি দামে আম বিক্রি করে লাভবান হচ্ছেন বাগান মালিকরাও। কাটিমন আম বাগান গড়ে তুলতে সবধরণের সহযোগিতা করে যাচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। একই গাছে কোথাও মুকুল, কোথাও পাকা আম থোকায় থোকায় ঝুলছে বাগানের গাছগুলোতে।

জানা যায়, উপজেলার শহরগ্রাম ইউনিয়নের লক্ষ্মিপুর গ্রামে ২০১৭ সালে দুই একর জমিতে বানিজ্যিকভাবে কাটিমন জাতের আমবাগান গড়ে তোলেন কৃষক মমিনুল ইসলাম। বাগান শুরুর দুই বছরের মাথায় কিছুটা ফলন আসতে শুরু করে। এরপর থেকে ব্যাপক ফলন আসায় বিক্রি শুরু করেন তিনি। অসময়ে এই আম প্রতি কেজি বিক্রি করছেন ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা দরে।

আরও পড়ুন

আমটি সুস্বাদু হওয়ায় বাজারে প্রচুর চাহিদাও রয়েছে। বছরে তিন থেকে চারবার বাগান থেকে আম সংগ্রহ করেন তিনি। কৃষক মমিনুল ইসলাম জানান, অন্যান্য ফসলের চেয়ে বারোমাসী কাটিমন জাতের আম বাগান অনেক লাভবান। তার বাগানে স্থানীয় বেশ কয়েকজনের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে অনেকে বাগান পরিদর্শন করতে আসছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, বিরল উপজেলায় প্রায় ১০ একর জমিতে বারোমাসী কাটিমন আমের বাগান রয়েছে। এখানকার মাটি কাটিমন আম চাষের জন্য বেশ উপযোগী। তাই এই আম বাগানের লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের সংঘর্ষ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

বগুড়ায় ৪ আগস্ট নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সায়রা বানুর চোখে এখনও ‘বিশ্বের সেরা পুরুষ’ তার সাবেক স্বামী এ আর রহমান

বিএনপির প্রত্যাশা জনগণের অংশগ্রহণমুলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন : রুহুল কবীর রিজভী