ভিডিও সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

বগুড়ার দুপচাঁচিয়ার ধাপ-কালীতলা সড়কের বেহাল দশা

বগুড়ার দুপচাঁচিয়ার ধাপ-কালীতলা সড়কের বেহাল দশা, ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপ-কালীতলা সড়কের বেহাল দশা তৈরি হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানের কার্পেটিংয়ের পাথরসহ পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই সাথে নাগরনদের ভাঙ্গনে সড়কটি হুমকির মুখে পড়েছে। এতে এলাকাবাসীসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে বেড়েছে জনদুর্ভোগ।

উপজেলা সদরের ধাপহাট থেকে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার উত্তরে কালীতলা যাতায়াতে গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে শুধু দুপচাঁচিয়া উপজেলার মানুষই নন পাশের কাহালু উপজেলাসহ জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন।

উপজেলার চামরুল এলাকার পাঁচথিতা, বলদমারা, আটগ্রাম, খুনিহারা, পাটথিওটসহ বিভিন্ন এলাকার শস্য নিয়ে বিভিন্ন যানবাহনও চলাচলের জন্য সড়কটি ব্যবহার হয়। এছাড়াও উপজেলা সদরের ঐতিহ্যবাহী ধাপসুলতানগঞ্জ হাটে যাতায়াতের জন্য সড়কটি আরও গুরুত্বপূর্ণ।

ধাপহাট প্রবেশ মুখ থেকে কালীতলা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়কটির অবস্থা করুণ। বিভিন্ন স্থানে কার্পেটিংয়ের পাথরসহ পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও পাঁচথিতা এলাকায় নাগর নদের ব্রিজের পশ্চিম পাশে ভাঙ্গনের মুখে সড়কটি হুমকিতে পড়েছে।

আরও পড়ুন

আজ রোববার (২৪ নভেম্বর) পাটথিওট গ্রামের খাজামুদ্দীন, বুলু প্রামানিক, বলদমারা গ্রামের আশরাফ আলী, বেলাইল গ্রামের ইব্রাহিম আলী, আটগ্রামের রাজু মিয়াসহ অনেকেই জানান, সড়কটি সংস্কারসহ নদীর পাড়ের প্যালাসাইটিংয়ের মাধ্যমে সড়কটি রক্ষা করা জরুরি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, সড়কটি নাগরনদ পাড়ের প্যালাসাইটিংসহ সংস্কার করা জরুরি। এ বিষয়ে বহুবার উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করেছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন বলেন, সড়কটির গুরুত্ব বিবেচনা করে তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মাঝে প্রায় এক কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের দরপত্র আহ্বান ও ঠিকাদারও নির্বাচিত হয়েছে। অল্প দিনের মধ্যেই সড়কটির পাঁচথিতা এলাকায় নাগর নদের পাশে ভাঙ্গনে মাটি ভরাটসহ সড়কটি সংস্কার কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের সংঘর্ষ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

বগুড়ায় ৪ আগস্ট নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সায়রা বানুর চোখে এখনও ‘বিশ্বের সেরা পুরুষ’ তার সাবেক স্বামী এ আর রহমান

বিএনপির প্রত্যাশা জনগণের অংশগ্রহণমুলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন : রুহুল কবীর রিজভী