দুবাইয়ের অনুষ্ঠানে নিজের জীবন দর্শন নিয়ে কথা বললেন শাহরুখ খান
বলিউড কিং শাহরুখ খান। তার এক ঝলক পাওয়ার জন্য হন্যে হয়ে থাকে তার কোটি অনুরাগী। অথচ সেই শাহরুখই বলে উঠলেন, জনপ্রিয়তা নাকি তার প্রাপ্য নয়!
সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথাই জানান শাহরুখ; সেখানে নিজের জীবন দর্শন নিয়ে কথা বলেন।
শাহরুখের কথায়, ‘আমি খুবই সাধারণ পরিবারে বড় হয়েছি। তাই জানি সাফল্য ব্যাপারটা কতটা দামি। ছোটবেলা থেকে ফেমাস শব্দটা আমার কাছে চাঁদ ধরার মতো ছিল।’
বলিউড কিং বলেন, ‘তাই আজ আমি যেখানে আছি, তা একমাত্র আমার সাফল্য নয়। একার দ্বারা সম্ভবও ছিল না। বরং প্রচুর মানুষের সাহায্যেই এই জায়গাটা পেয়েছি। তাই মনে করি, এই সাফল্য আমার প্রাপ্য নয়; বরং যারা আমাকে এগিয়ে দিয়েছে, তাদেরও।’
আরও পড়ুনশাহরুখ আরও বলেন, ‘কখনও যদি ব্যর্থতা আসে, তাহলে নিজের অফিস বা কাজকে দোষ না দিয়ে ইকোসিস্টেমকে বুঝতে হবে। ঠিক কোথায় ভুল হচ্ছে, তা দেখতে হবে। নিজের ভুল গুলো ঠিক করে এগিয়ে গেলেই সাফল্য সম্ভব।’
শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, আবার তার পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। মেয়ের জন্যেও কম করছেন না! বলিউড সূত্র থেকে পাওয়া খবর, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।
মন্তব্য করুন