বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টির কারখানায় জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনের অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সিমলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই কয়েকটি কারখানা চলছে। সেখানে উৎপাদন সামগ্রী ঢাকনাবিহীন অবস্থায় রাখর। এছাড়া কারখানার আশেপাশে নষ্ট দুধের দুর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সিমলা বাজার এলাকার দই ও মিষ্টি কারখানায় পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনের প্রমাণ পেয়ে দুই প্রতিষ্ঠানকে সতর্ক করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডিতরা হলেন-ভাই-বোন মিষ্টি ঘরের জনাব আলী ও সাকিব মিষ্টি ঘরের শাজাহান আলম।
আরও পড়ুনউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রীর কারখানা চলবে না।
মন্তব্য করুন