সিরাজগঞ্জের শাহজাদপুরে ভূয়া এনজিও কোটি টাকা নিয়ে উধাও
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবলিক ওয়েল ফেয়ার অর্গানাইজেশ ( পি ডাব্লি ও) নামে এক ভূয়া এনজিও গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও। জানা গেছে, প্রায় ১৫ দিন আগে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর এলাকার ইটালী প্রবাসী জনৈক আনিছুর রহমানের বাড়ি ভাড়া নেয় পাবলিক ওয়েল ফেয়ার অর্গানাইজেশ (পি ডাব্লি ও)।
এরপর তারা উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌর এলাকার মানুষদেরকে ঋণ দেওয়ার কথা বলে শত শত মানুষের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে নেয়। গত সোমবার বিকেলে তাদের টাকা দেবার কথা ছিলো। এদিন বিকেলে বিভিন্ন গ্রাম থেকে শত শত নারীরা শক্তিপুরস্থ ওই এনজিও অফিসে গিয়ে দেখেন অফিসে তালা ঝুলানো রয়েছে। তারা বিক্ষুদ্ধ হয়ে বাড়ির মালিকের কাছে যায়।
এ সময় বাড়ির মালিকের স্ত্রী জানান, ওই এনজিও কিছু কর্মকর্তা অফিস ভাড়া নেয়। তারা হঠাৎ করে পালিয়ে যায়। পরে শত শত নারী পুরুষ বাড়ির মালিক ও এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে সোমবার বিকেলে বিক্ষোভ করে। সন্ধ্যায় থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আরও পড়ুনগ্রাহকেরা জানায়, ২ লাখ থেকে ৩ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে কারো নিকট থেকে ১০ হাজার ও ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এরকম শত শত মানুষের কাছ থেকে টাকা নেয় তারা। শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ আছলাম আলী বলেন, আমরা শুনেছি ভূয়া এনজিওর সাইনবোর্ড লাগিয়ে শত শত মানুষের কাছ থেকে কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এ ব্যাপারে মামলা দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন