বগুড়ায় গরুচুরি করতে গিয়ে গণপিটুনিতে চোরের মৃত্যু
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামের মতিউর রহমানের গোয়াল থেকে গরু চুরি করতে এসে গ্রামবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৩৮) এক চোর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবগত রাত দেড়টার দিকে।
জানা গেছে, ৫/৭ জনের একটি চোরের দল ওই গ্রামের মতিউর রহমানের (৫২) গোয়াল ঘরে প্রবেশ করে তার গরু চুরি করতে যায়। বিষয়টি টের পেয়ে মতিউর রহমানের ছেলে নুর আলম (২৭) বাড়ির বাহিরে এসে চিৎকার দিলে গ্রামের লোকজন বের হয়ে আসেন। এরপর গ্রামবাসী চোরদের ধরার জন্য ধাওয়া করলে এদের মধ্যে অজ্ঞাত পরিচয় এক চোর গ্রামবাসীর হাতে পড়ে। এরপর গ্রামবাসীর গণপিটুনিতে রাত ২টার দিকে ওই চোরের মৃত্যু হয়। পরে বিষয়টি কাহালু থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে চোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনআজ বুধবার চোরের ময়নাতদন্ত করার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বগুড়ার নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী ও কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চোরের পরিচয় মেলেনি।
মন্তব্য করুন