ভিডিও বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

বগুড়ায় গৃহবধূ সালমা হত্যা মামলায় ছেলে সাদের জামিন

বগুড়ায় গৃহবধূ সালমা হত্যা মামলায় ছেলে সাদের জামিন, ছবি: সংগৃহীত

কোর্ট রিপোর্টার  : বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুন (৫২) হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছেলে সাদ বিন আজিজুরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এই জামিনের আদেশ দেন। এর আগে ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। 

উল্লেখ্য, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়ায় গত ১০ নভেম্বর সকালে নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। পুলিশ বাসার ডিপ ফ্রিজ থেকে তার লাশ উদ্ধার করে। সালমা খাতুন দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, উপজেলা ঈমাম-মোয়াজ্জিম সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা এসএম আজিজুর রহমানের স্ত্রী। 

ওই ঘটনার পর নিহতের বড় ছেলে অজ্ঞতনামা উল্লেখ করে দুপচাচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরের দিন র‌্যাব গৃহবধূর ছেলে সাদকে আটক করে পুলিশে সোপার্দ এবং র‌্যাব প্রেসবিফিং করে জানায়, ছেলে সাদ তার মাকে হত্যা করেছে বলে র‌্যাব’র কাছে স্বীকার করেছে। পুলিশ সাদকে তিন দিনের পুলিম রিমান্ডে নেয়। এদিকে এই মামলা পুলিশ অন্য তিন আসামি মাবিয়া, মোসলেম ও সুমনকে গ্রেফতার করলে হত্যাকান্ডের প্রকৃত রহস্য বের হয়ে আসে এবং আসামি মোসলেম স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

লেভানডভস্কির ইতিহাস গড়া রাতে জয় বার্সা’র

অস্ত্রের জন্য দক্ষিণ কোরিয়ায় কিয়েভের প্রতিনিধি

বায়ার্নে হার পিএসজি’র, বড় জয় অ্যাটলেটিকো ও লেভারকুসেনের

মারা গেছেন নিনজা হাতোরি ও ডোরেমন কিংবদন্তি ডাবিং আর্টিস্ট

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান