নেত্রকোনায় স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে রাসেল মিয়া (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় অপর দুই আসামি হিমেল মিয়াকে (২৬) যাবজ্জীবন ও মাজেদা আক্তারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই আদেশ দেন।
রাসেল মিয়ার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ভাটিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আ. হাসিমের ছেলে। অপর দুই আসামির বাড়িও একই গ্রামে।
আরও পড়ুন
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, আসামি রাসেল মিয়া প্রথমে রোকেয়া নামের এক নারীকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর কথা গোপন রেখে ২০১৯ সালে সিংধা ভাটিপাড়া গ্রামের রহিজ মিয়ার মেয়ে তমালিকা আক্তারকে (২০) বিয়ে করেন।
প্রথম বিয়ের বিষয়টি দ্বিতীয় স্ত্রী তমালিকা জেনে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় সালিশ বসে কয়েকবার বিষয়টি মীমাংসাও করে দেওয়া হয়। কিন্তু রাসেল মিয়া তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখায় পুনরায় কলহের সৃষ্টি হয়। পরে ২০২০ সালের ৯ জানুয়ারি রাতে স্বামী রাসেল মিয়া স্ত্রী তমালিকা আক্তারকে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় তমালিকা আক্তারের বাবা মো. রহিছ মিয়া বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত বুধবার এ রায় প্রদান করেন।