কৃষকের পাকা ধানে হানা দিয়ে লুট, দেশীয় অস্ত্রসহ আটক ৬
ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর ইউনিয়নে অস্ত্রের মহড়া দিয়ে কৃষকদের পাকা ধান লুট করে নেয়ার সময় ৬ যুবককে আটক করেছে গ্রামবাসী।
সোমবার রাতে মুজিবনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চাঁন মিয়ার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুর ২টায় আটকদের দুলারহাট থানায় নিয়ে আসে পুলিশ।
আটক যুবকরা হলেন- মুজিবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. কাউসার (২২), মো. নয়ন মিয়া (৪০), রায়হান (২০), রাসেল (২২), ফিরোজ (৩৫) ও ফরাদ হাওলাদার (২৬)।
আরও পড়ুনস্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তারা দলবল নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ওই ইউনিয়নের অসহায় কৃষকদের পাকা ধান লুটের চেষ্টা করেন। এসময় স্থানীয়রা ও কৃষকরা ধাওয়া করে ৬টি বগি দা সহ তাদের আটক করে দুলারহাট থানা পুলিশকে খবর দেন। দুলারহাট থানার ওসির নির্দেশে গ্রামবাসীর হাতে আটক ছয় যুবককে গ্রাম পুলিশদের জিম্মায় রাতভর ইউনিয়ন পরিষদের ভবনে আটক করে রাখেন। পরে বুধবার দুপুরে দুলারহাট থানা পুলিশের একটি দল তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক ৬ জনের মধ্যে ২ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৪ জন থানা হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন