ভিডিও বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বাড়িঘর দখলে নিতে ৪ জনকে কুপিয়ে জখম

চকরিয়ায় বাড়িঘর দখলে নিতে ৪ জনকে কুপিয়ে জখম

কক্সবাজারের চকরিয়ায় বাড়িঘর দখলে নিতে ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে নারীসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে দখলবাজচক্র ও তাদের ভাড়াটিয়া সস্ত্রাসীরা। এ ঘটনায় চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সিকদারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, ওই এলাকার নুরুল আমিনের ছেলে রিদুয়ানুল হক (৩৫), তার মা দিলবাহার বেগম (৪৫), বোন রোজিনা আক্তার ২৫) রাহিনু (২২)।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন

জানা যায়, কোন কারণ ছাড়াই বুধবার ভোর ৬টার দিকে একই এলাকার মো. জসিম উদ্দিন, নজরুল ইসলাম, সাইফুল ইসলামের নেতৃত্বে স্থানীয় গিয়াস উদ্দিন, তার ভাই শাহাবউদ্দিন ও রিয়াজ উদ্দিনসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় তৈরী বন্দুৃক ও দা, কিরিচ, লোহর রড় ও হাতুড়ি নিয়ে রিদুয়ানুল হকের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এতে বাধা দেওয়ায় ঘরে থাকা নারী-পুরুষকে মারধর করে গুরুতর জখম করে। এসময় ঘরের আলমারীতে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকার লুট করে সন্ত্রাসীরা।

আহত রিদুয়ানুল হক বলেন, আমাদের সাথে কারো কোন বিরোধ নেই। বুধবার ভোরে স্থানীয় জসিম উদ্দিন সন্ত্রাসী জড়ো করে আমাদের বাড়িঘর জোরপূর্বক দখল করার জন্য চেষ্টা চালায়। আমরা বাধা দিতে গেলে তারা হামলা চালায়। এ সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুইয়া বলেন, একই পরিবারের ৪ জকে আহত করার ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক এটি মামলা হিসেবে রুজু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় ঘুরে দাঁড়াচ্ছে ইউনিয়ন ব্যাংক পিএলসি.

ভারতের আজমীর শরীফের নিচে আছে মন্দির! খতিয়ে দেখতে বলল আদালত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

আসতে চলেছে ‘হাউজফুল ৫’

চট্টগ্রামে এড. সাইফুল হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

বগুড়ায় সাবেক অধ্যক্ষ ঝুনুর দাফন সম্পন্ন