ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

দু’দিন বন্ধের পর সোনামসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে আলু-পেঁয়াজ আমদানি শুরু

দু’দিন বন্ধের পর সোনামসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে আলু-পেঁয়াজ আমদানি শুরু, ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : দুদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জেন সোনামসজিদ ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ বুধবার (২৭ নভেম্বর) আলু ও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর পথে প্রবেশ করেছে ৯৪টি ভারতীয় ট্রাকে ২ হাজার ৫০২.৬ টন পেঁয়াজ ও ১০৯টি ট্রাকে ২ হাজার ৯৪২.১ টন আলু। অপরদিকে হিলি স্থলবন্দর দিয়ে গতকাল বেলা ১১ টা ৩০ মিনিটে নতুন এলসির পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক দেশে প্রবেশ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গত সোম ও মঙ্গলবার দু’দিন বন্ধের পর আজ বুধবার (২৭ নভেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর পথে প্রবেশ করেছে আমদানিকৃত আলু ও পেঁয়াজ ভর্তি ভারতীয় ট্রাক। সারাদিন ৯৪টি ভারতীয় ট্রাকে ২ হাজার ৫০২.৬ টন পেঁয়াজ ও ১০৯টি ট্রাকে ২ হাজার ৯৪২.১ টন আলু প্রবেশ করেছে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার ৩ ট্রাকে ৬২ টন আলু  শুধু বন্দরে প্রবেশ করার পর পণ্য দুটি আমদানি বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি। ওইদিন কোন পেঁয়াজ প্রবেশ করেনি।

এদিকে দু’দিন কেন আমদানি বন্ধ ছিল ও আবার বুধবার কেন চালু হলো এবং  এসব পণ্য আমদানি অব্যহত থাকবে কি না এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য জানাতে পারেননি আমদানিকারকরা বা বন্দরের কর্মকর্তারা।  এ ব্যাপারে দুই দেশের দায়িত্বশীল কোন পক্ষের কোন চিঠিও পাননি কেউ। এদিকে গণমাধ্যমে আমদানি বন্ধের খবর  প্রচারের পর দেশের অনান্য স্থানের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও বেড়ে যায় পণ্য দু’টির দাম। কেজি প্রতি আলু অন্তত: ১০ টাকা ও পেঁয়াজ অন্তত: ১৫ টাকা বেড়ে যায়। এখন আমদানি অব্যহত থাকলে মূল্য আবারও কমে আসবে বলে আশা করা যায়।

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম পেঁয়াজ আমদানিকারক মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদুর রহমান বলেন, গত রোববার গণমাধ্যমে তারা জানতে পারেন পণ্য দুটির রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এ ব্যাপারে তাদের ভারতীয় রপ্তানিকারকরাও আগাম কোন তথ্য দেননি। এরপর গত সোমবার থেকেই বন্ধ হয়ে যায় পণ্য দু’টির আমদানি। গত মঙ্গলবারও ওই দুই পণ্য প্রবেশ করেনি। এরপর বুধবার আবারও আমদানিকৃত আলু ও পেঁয়াজ বন্দরে প্রবেশ করে। ভারতীয় রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা তাদের জানান,পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের বাজারে পণ্য দুটির দাম বেশি বলে পশ্চিমবঙ্গের কোন বন্দর দিয়ে পণ্য দুটি রপ্তানির অনুমতি দেয়নি।

মাসুদুর আরও বলেন, বুধবার সোনামসজিদের বিপরীতে পশ্চিমবঙ্গের মহদিপুর স্থলবন্দরে আলুবোঝাই ট্যাক্স দেয়া যেসব ট্রাক রয়েছে (পাইপলাইনে) সেগুলো আপাতত: রপ্তানির অনুমতি দেয়া হয়েছে জানা গেছে। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি চলবে বলেও শোনা গেছে। পেঁয়াজের ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় নয় বরং রাজ্য সরকারের বলেও জানা গেছে।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, ভারত পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে স্লট বুকিং চালু করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টা ৩০ মিনিটে নতুন এলসির পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক দেশে প্রবেশ করে। এর আগে স্লট বুকিং চালুর দাবিতে গত মঙ্গলবার বেলা ২ টার পর থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে ভারতে রাজ্য সরকারের বৈঠক শেষে রাজ্য সরকার স্লট বুকিং চালু করে।

আরও পড়ুন

এতে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা তারা বলেন, ভারত থেকে অনলাইনে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়। যার কারণে তারা সকল পণ্য রপ্তানি বন্ধ করেছিল। রাতে সমস্যার সমাধান হলে পুনরায় আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সকল সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাক ২ হাজার ২শ’ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭শ’ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩শ’ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

উল্লেখ্য, ভারত থেকে আমদানি বন্ধের অযুহাতে বেড়েছে চাল, পেঁয়াজ ও আলুর দাম। একদিনের ব্যবধানে বেড়েছে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম। জিরাশাইল কেজি প্রতি ২টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী ২ টাকা বেড়েছে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে বেড়েছে ভারতীয় পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গে আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই প্রদেশের উৎপাদিত পেঁয়াজ ও আলু রপ্তানির বিরোধিতা করে আসছিলেন। এরই প্রেক্ষিতে গত রোববার সকাল থেকে এই দু’টি পণ্যের (নতুন রপ্তানির) স্লট বুকিং বন্ধ করে দেয় ভারতের পশ্চিমবঙ্গ সরকার। তবে বন্দর দিয়ে পূর্বের স্লট বুকিং থাকা পেঁয়াজ ও আলু আমদানি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জলেশ্বরীতলায় লুবনান রিচম্যান শোরুমে চুরি, অধরা চোরেরা

ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিল মক্কা নগরী কর্তৃপক্ষ

টাঙ্গাইলে ডাকাত দলের গ্রেপ্তার ৪ সদস্য

ভারত’ নতুন রাষ্ট্র বানাতে চায় বাংলাদেশ কেটে,

কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লা তে

৮.৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা শ্রীমঙ্গলে