ভিডিও বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

বগুড়ায় সাবেক অধ্যক্ষ ঝুনুর দাফন সম্পন্ন

বগুড়ায় সাবেক অধ্যক্ষ ঝুনুর দাফন সম্পন্ন, ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনুর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব শহরের মালতিনগরে এমএস ক্লাব মাঠসংলগ্ন ঈদগাহে নামাজে জানাজা শেষে তাকে ঠনঠনিয়ায় ভাই পাগলার মাজারসংলগ্ন দক্ষিণ বগুড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসুল্লি অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, শাহাদৎ আলম ঝুনু কারাবন্দি ছিলেন। দু’টি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। কারাগারের গোসলখানায় গোসল সেরে মহানন্দা নামে বন্দিদের ওয়ার্ডে ফিরছিলেন। কিন্তু ফেরার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।  বিকেল পৌনে ৪টার দিকে পুলিশের পাহারায় একটি এ্যাম্বুলেন্সযোগে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। কিন্তু  পথে বগুড়া শহরের বনানী এলাকায় তার অবস্থা আরও অবনতি হয় এবং তিনি নিস্তেজ হয়ে যান।

আরও পড়ুন

তারপর তাকে নিয়ে আর ঢাকায় না গিয়ে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ওই হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর বাদ মাগরিব বগুড়া শহরের মালতিনগরে ঈদগাহে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৬ আগস্ট আওয়ামী লীগ নেতা শাহাদৎ আলম ঝুনুকে দু’টি হত্যা মামলায় গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত দু’জনের পরিবারের পক্ষ থেকে মামলা দু’টি করা হয়। এসব মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় ঘুরে দাঁড়াচ্ছে ইউনিয়ন ব্যাংক পিএলসি.

ভারতের আজমীর শরীফের নিচে আছে মন্দির! খতিয়ে দেখতে বলল আদালত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

আসতে চলেছে ‘হাউজফুল ৫’

চট্টগ্রামে এড. সাইফুল হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

বগুড়ায় সাবেক অধ্যক্ষ ঝুনুর দাফন সম্পন্ন