বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের
মফস্বল ডেস্ক : গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা এলাকায় অবরোধ করে মাহমুদ জিন্স লিমিটেড নামে কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ পাওয়ানা পরিশোধ না করে গত মাসের ৯ তারিখে কারখানা বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। বৃহস্পতিবার শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা থাকলেও মালিক পক্ষের কেউই কারখানায় আসেননি। ফলে কয়েক হাজার শ্রমিক সকাল থেকেই মহাসড়কে অবরোধ করে সড়কের মাঝখানে বসে আছে।
আরও পড়ুনশিল্প পুলিশ বলছে, মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
মন্তব্য করুন