ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা

জুলাই-আগস্টের অর্জনের লক্ষ্য আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণ

জুলাই-আগস্টের অর্জনের লক্ষ্য আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বগুড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. হোসনা আফরোজা। সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় পুরো এশিয়া মহাদেশে বৃহত্তর গণঅভ্যুত্থান। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি সংস্কারের মাধ্যমে এমন দেশ গড়া হবে, ভবিষ্যতে এমন ঘটনার উদ্ভব যেন আর না হয়। জুলাই-আগস্টের যে অর্জন এর লক্ষ্য আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। বক্তরা আরও বলেন, গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের যেন জাতি ভুলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই অভ্যুত্থানে আহতদের সব ধরনের চিকিৎসার খরচ রাষ্ট্র বহন করবে। এই অভ্যুত্থানের আহত ও শহিদ পরিবারের জন্য ইতোমধ্যে ১শ’ কোটি টাকার ফান্ড করা হয়েছে। ওই ফান্ড থেকে প্রতিটি আহত পরিবারকে ৫ লাখ টাকা এবং নিহতের পরিবারকে ৩০ লাখ টাকা প্রদান করা হবে। ইতোমধ্যে রংপুর, ঢাকা ও চট্টগ্রামের কিছু শহিদ ও আহতদের পরিবারকে এই অর্থ প্রদান করা হয়েছে। তবে খুব সতর্কতার সাথে আহত ও শহিদদের পরিবারগুলো তালিকাভুক্ত করতে হবে। ইতোমধ্যে কোথাও কোথাও আহতদের তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীর নাম এসেছে। তাই তালিকা করতে হবে খুবই সতর্কভাবে।

আরও পড়ুন

সভায় বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. রাশেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফিরোজা পারভীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির বগুড়ার দায়িত্বপ্রাপ্ত ডা. তারিক রহমান, জুলাই-আগস্ট আন্দোলনে আহত সামিন ইয়াসার আভাস, পিন্টু, আহত আসিফ মুনিরের মা শাকিলা ফেরদৌসী, শহিদ রাতুলের বাবা জিয়াউর রহমান, শহিদ আব্দুল মান্নান সরকারের মেয়ে মোছা. মনিরা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং আহত ও শহিদ পরিবারের সদস্যরা। স্মরণসভার শুরুতে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোওয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার