ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

গুগল ম্যাপে ‘পার্কিং স্পট’ খুঁজে পাওয়া সহজ

গুগল ম্যাপে ‘পার্কিং স্পট’ খুঁজে পাওয়া সহজ

সম্প্রতি ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপস একটি ফিচার চালু করেছে, যা খুব সহজেই ‘পার্কিং স্পট’ খুঁজে বের করবে। এ ফিচারের মাধ্যমে উত্তর আমেরিকার ড্রাইভারের জন্য পার্কিং খুঁজে পাওয়া আরও সহজ হবে। মূলত Google Maps এবং শীর্ষস্থানীয় পার্কিংফর্ম ‘SpotHero’ যৌথভাবে এ সুবিধা প্রদান করবে। 

এই নতুন ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা গন্তব্যের কাছাকাছি পার্কিং কিংবা বিকল্প পার্কিং অনুসন্ধান, এমনকি একটি জায়গা আগে থেকেই বুকিং দিতে পারবে। Google Maps বা Google অনুসন্ধান করলে কাছাকাছি কোনো পার্কিং স্পট, পার্কিংয়ে বিকল্প স্থানের পাশে একটি ‘বুক অনলাইন’ বোতাম পাবেন। যার মাধ্যমে ব্যবহারকারী নিজের ‘পার্কিং স্পট’ বুকিং করে রাখতে পারবেন। ২০২৪ সালের এপ্রিলে Google Maps ও SpotHero-এর ইন্টিগ্রেশন চালু হয়েছিল। তারপর থেকে আরও বেশি লোকেশন কভার করার জন্য এর পরিধি আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ SpotHero-এর পার্কিং সরাসরি Google Maps এবং Google  অনুসন্ধানে যাবতীয় পার্কিং সম্পর্কে তথ্য দিয়ে দেবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

দেশে ফিরলেন আজহারী, অংশ নেবেন মাহফিলে

আবারও ইসরায়েলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

নিহতের পরিবারকে মোট অঙ্কের ক্ষতিপূরণ দিলেন আল্লু অর্জুন

অল্পতেই পার পেলেন কোহলি