ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

জামালপুরে বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা

জামালপুরে বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা

জামালপুরে গভীর রাতে একটি বেসরকারি হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মধ্যরাতে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এমএ রশিদ হাসপাতাল ও স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়া এলাকায় ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এমএ রশিদ হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর এবং কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এতে চারজন আহত হন।

 

হামলা ও ভাঙচুর শেষে দুর্বৃত্তরা অস্ত্র উঁচিয়ে হাসপাতাল ত্যাগ করে। এতে হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতাল ভাঙচুর শেষে দুর্বৃত্তরা শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

 

হাসপাতালে উপস্থিত হয়ে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, দুর্বৃত্তরা কোনো কারণ ছাড়াই হামলা করেছে। হাসপাতাল থেকে যাওয়ার সময় তারা জেলা বিএনপির কার্যালয়ে হামলা করে। বিএনপির নেতাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮.৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা শ্রীমঙ্গলে

অবৈধভাবে বসবাসরত বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শনিবার চট্টগ্রামে বিপিএল কনসার্ট

ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

রাঙামাটির নদী থেকে নিখোঁজ ২ পর্যটকের লাশ উদ্ধার 

কাট্টালি টেক্সটাইল শেয়ারহোল্ডারদের দিল নগদ লভ্যাংশ