ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সার বিক্রি ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সার বিক্রি ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে টিএসপি ও পটাশসহ সার বিক্রির অভিযোগে মেসার্স নুরনবী মজুমদার ট্রেডার্স নামে এক সার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে অবৈধভাবে সার বেচাকেনায় জড়িত থাকায় আল মামুন নামে এক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধভাবে সার বিক্রির প্রমাণ মেলায় তাদের এই অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা উপজেলার নাসিরমন্ডল হাট বাজারে অবৈধভাবে সার বিক্রির সময় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সদরে নুরনবী মজুমদার নামের এক সার ডিলারের গুদামে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে সার বিক্রি ও টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির বলেন, অভিযানে রেজিস্ট্রার নয় এমন একটি খাতায় আল মামুনের নামে ১০/১২ লাখ টাকা করে সার বেচাকেনার প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা ও আল মামুনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

একইসাথে নুরনবী মজুমদার ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়: ফখরুল

ফায়ার সার্ভিস কর্মী নয়নের জানাজা সম্পন্ন

জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার