|ডোম ইনোর রিহ্যাবের সদস্যপদ বাতিলের দাবিতে মানববন্ধন
বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও প্রতারক রিয়েল এস্টেট কোম্পানি ডোম ইনোর বিরুদ্ধে শতাধিক ভুক্তভোগীরা রাজধানীর কারওয়ানবাজারে মানববন্ধন করেছেন।
তারা ডোম ইনোর সাথে সকল জমির মালিকদের চুক্তিপত্র বাতিল ও ক্ষতিপূরণ প্রদান, ফ্ল্যাটক্রেতাদের জন্য ন্যায্য ব্যবস্থাগ্রহণ, ডোম ইনোর স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্তকরণ, এদের ব্যবসায়িক কর্মকান্ড নিষিদ্ধকরণ ও ডোম ইনোর রিহ্যাবের সদস্যপদ বাতিলকরণের দাবি করেন। এর আগে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন, প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ডোম ইনোর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাজউক চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে
সাক্ষাৎ করেন।
মানববন্ধনে জানানো হয়, রিহ্যাব অফিসেও একাধিকবার উপস্থিত হয়ে ডোম ইনোর রিহ্যাব সদস্যপদ বাতিলের জন্য লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানায় তারা। কিন্তু তারা নানা অজুহাতে তা এড়িয়ে যায়। ডোম ইনোর নানা অপকর্মকে উপেক্ষা করে রিহ্যাব গত বছর রিহ্যাব মেলায় ডোম ইনোকে মড়ষফ ংঢ়ড়হংবৎংযরঢ় প্রদান করেছে। এ নিয়ে রিহ্যাব মেলায় সচেতনফ্ল্যাটক্রেতারা প্রতিবাদ জানান। প্রতিরোধের মুখে ডোম ইনো বাধ্য হয়েছে রিহ্যাব মেলা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে।
গত আগস্টে দেশে ক্ষমতার পট পরিবর্তিত হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানেই লাগছে পরিবর্তনের হাওয়া। তাই ভুক্তভোগীরা মনে করে, রিহ্যাবকেও কুখ্যাত ডোম ইনো নিয়ে নতুন করে ভাবতে হবে। রিহ্যাবের নতুন কমিটি বরাবর একটি স্মারকলিপি প্রদানপূর্বক
দুটি দাবি পেশ করেছে।
১) ডোম ইনো নামধারী সকল প্রতিষ্ঠানের রিহ্যাব সদস্যপদ
বাতিল করতে হবে
২। রিহ্যাব থেকে ডোম ইনো নামধারী সকল প্রতিষ্ঠানকে
স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
মন্তব্য করুন