ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সিলেটে নিখোঁজের ২৭ ঘণ্টা পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিহত মাদরাসার ছাত্র সালমান আহমদ

সিলেটের কুশিয়ারা নদীতে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর হাফিজ সালমান আহমদ (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসা খেয়াঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত সালমান আহমদ আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তাহর ছেলে ও সিলেট জামেয়া দ্বিনিয়া মাদরাসার ছাত্র। তিনি সদ্য হিফজ সম্পন্ন করেছেন।

 

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সালমান আহমদ।

স্থানীয় সূত্র জানায়, সালমানের বাড়ির পাশ দিয়েই কুশিয়ারা নদী বয়ে গেছে। শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় হাফিজ সালমান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল পুলিশ ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি।  

আরও পড়ুন

নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর ওই স্থান থেকে শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলের অদূরে ভেসে উঠলে এলাকাবাসী সালমানের নিথর দেহটি উদ্ধার করেন।  

হাফিজ আব্দুল ফাত্তাহর ঘনিষ্ঠজন জমিয়তে ইসলাম নেতা লুৎফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করা হবে। হাফিজ সালমানের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন আজহারী, অংশ নেবেন মাহফিলে

আবারও ইসরায়েলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

নিহতের পরিবারকে মোট অঙ্কের ক্ষতিপূরণ দিলেন আল্লু অর্জুন

অল্পতেই পার পেলেন কোহলি

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার সেই লেহেঙ্গাটি!

যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান : আইআরজিসি