ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কচুয়ায় ডোবায় মিলল নিখোঁজ শিশুর অর্ধগলিত লাশ

কচুয়ায় ডোবা থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ৫ দিন পর বিলের ডোবা থেকে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
আজ শনিবার (৩০ নভেম্বর) উপজেলার বাইছারা নোয়াপাড়া বিল থেকে নিখোঁজ  শিশুর লাশ উদ্ধার করা হয়।
 
নিহত শিশু তানভীর খান (৫) একই গ্রামের সোলাইমান মিয়ার ছেলে।
 
শিশুর বাবা সোলাইমান মিয়া জানান, গত মঙ্গলবার আমি বিলে ধান কাটার কাজ করছিলাম। এদিন বিকেলে আমার ছেলে তানভীর বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান মিলেনি। এঘটনায় শিশুটিকে ফিরে পেতে গত বুধবার বিকেলে কচুয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
 
আজ (শনিবার) বিলের ডোবাতে ছেলের লাশ দেখে স্থানীয়রা খবর দিলে লাশ শনাক্ত করা হয়। এব্যাপারে কারো প্রতি কোন অভিযোগ নেই বলে জানান শিশুটির বাবা।
 
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ও শিল্পি বেগম জানান, নিখোঁজের ৫ দিন পর ফসলি জমির পাশে একটি ডোবাতে তানভীরের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
 
কচুয়া থানার ওসি এম আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার

ধর্মান্তরিত সেই আকাশ এখন আলোচিত ‘খুনি’