ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ইসকনের প্রার্থনালয়ে হামলাও ভাঙচুর, ছাত্রলীগ কর্মীসহ আটক ৩

ইসকনের প্রার্থনালয়ে হামলাও ভাঙচুর, ছাত্রলীগ কর্মীসহ আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে ইসকনের নামহট্র প্রার্থনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রার্থনালয়ের ভক্ত প্রনয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার ঘটনার দিন রাতেই তিনি মামলা করেছেন। 

মামলার পর রাতেই পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে ৩ জনকে গ্রেফতার করে। তারা হলেন, শহরের পঞ্চবটি এলাকার ছাত্রলীগকর্মী  সানজিত (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত (২৮) ও তার ভাই শান্ত (২২)। 

এ ঘটনার খবর পেয়ে শনিবার (৩০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনাস্থল প্রার্থনালয় নামহট্র সংঘ এলাকাটি পরিদর্শন করেছেন। গ্রেফতারকৃত তিনজনকে শনিবার সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ভৈরব শহররের রানীর বাজারে ইসকনের প্রার্থনালয় পরিচালিত নামহট্র সংঘতে দুর্বত্তরা হামলা-ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, থানার ওসি মো. শাহিন, সেনাবাহিনীর মেজর সানজেদুল, র‍্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রার্থনালয়ে যারা হামলা, ভাঙচুর করেছে সেসব অপরাধীদের সিসি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার করা হবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার