ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তায় একাধিক গর্ত, দুর্ভোগে এলাকাবাসী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তায় একাধিক গর্ত, দুর্ভোগে এলাকাবাসী, ছবি : দৈনিক করতোয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী-শাহজাহানপুর কাঁচা সড়কটি অনেক দিন ধরে ভোগাচ্ছে এলাকাবাসীকে। ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কে বেতবাড়ী গ্রামের মধ্যের অংশে সৃষ্টি হয়েছে অনেকগুলো বড় গর্তের।

ফলে এই পথে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দেয়। সড়কটির ৫শ’ মিটার অংশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উল্লাপাড়া অফিস থেকে ইতোমধ্যে পাকা করা হয়েছে। বাকি সাড়ে ৩ কিলোমিটার অংশের অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে ইউনিয়নের অন্ততঃ ৮ গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করে থাকেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম, সাকিব হোসেন ও মামুন হোসেন জানান, এই রাস্তাটির দুরবস্থা দীর্ঘদিনের। প্রতিদিন এই কাঁচা রাস্তা দিয়ে এলাকার, বেতবড়ী, পূর্ব সাতবাড়ীয়া বেতকান্দি, ছোট লক্ষ¥ীপুর, বড় লক্ষ্মীপুর, শাহজাহানপুরসহ অন্ততঃ ৮ গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের কাছে অনেক বার আবেদন নিবেদন করার পর বিগত ১৫ বছরে ৩ থেকে ৪ বার এই রাস্তায় মাটির কাজ হয়েছে। রাস্তাটি পাকা করার জন্য এলজিইডি’র উল্লাপাড়া অফিসে বার বার আবেদন করা পর বছর দুয়েক আগে রাস্তার লক্ষ্মীপুর গ্রাম এলাকায় ৫শ’ মিটার অংশ পাকা করা হয়েছে। কিন্তু এরপর রাস্তা পাকাকরণের কাজ আর এগোচ্ছে না।

আরও পড়ুন

এদিকে রাস্তাটির মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এই পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে বেতবাড়ী গ্রামের মধ্যের অবস্থা খুবই খারাপ। এই গ্রামের মাঝে অন্ততঃ ৭টি বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই অংশে মালামালসহ ভ্যান রিকশাগুলো চলাচল করতে গিয়ে চরম বিপত্তির মধ্যে পড়ছে।

স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে ডেকে নিয়ে মালবাহী ভ্যানচালকেরা তাদের সহযোগিতা নিয়ে রাস্তার গর্তগুলো পার করছেন। বর্ষা বৃষ্টির দিনে পুরো রাস্তা জুড়ে কাদা হয়ে যায়। এসময় স্থানীয় লোকজনের চলাচলে দুর্ভোগের সীমা থাকে না। এলাকার বাসিন্দারা উক্ত কাঁচা সড়কের অবশিষ্ট সাড়ে ৩ কিলোমিটার অংশ পাকাকরণের জন্য উল্লাপাড়া এলজিইডি’র অফিসের প্রতি আবেদন জানিয়েছেন।

এলজিইডি উল্লাপাড়া কার্যালয়ের উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদের সাথে কথা বললে তিনি উক্ত রাস্তায় স্থানীয় লোকজনের চলাচলে চরম দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, রাস্তার কিছু অংশ পাকা করা হয়েছে। অবশিষ্ট অংশ পাকা করার জন্য ইতোমধ্যেই তার অফিস কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে এই রাস্তার পুরো অংশ পাকা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রকৌশলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার