গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে একজন নিহত হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নিহত ছাইদুলের স্ত্রী স্বপ্না খাতুন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল গফুর (৩৪), মালাধর ফকিরপাড়া’র সোহরাব খন্দকারের ছেলে সোহাগ হোসেন খন্দকার (২৭) ও ফিরোজের ছেলে সম্পদ (২৮)।
মামলার বাদি স্বপ্না খাতুন মামলায় উল্লেখ করেন মালাধর মসজিদের কমিটি গঠন নিয়ে পূর্ব থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর বেলা দু’টার দিকে পূর্নাঙ্গ কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হলে মামলার প্রধান আসামি মালাধর মধ্যপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মজিদুল ইসলাম মাজেদের নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা লাঠিসোটা, লোহার রড, ধারাল অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশ্যে বাদির ভাতিজা আব্দুল মতিনের ওপর আক্রমণ করে এলোপাথারী মারধর করতে থকে।
আরও পড়ুনএসময় বাদির স্বামী সাইদুল তাকে বাঁচাতে ছুটে গেলে তার ওপর আক্রমণ করে মারপিট ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাকেও আঘাত করতে থকে। এতে সাইদুল ঘটনাস্থলেই মারা যায়। নিহত ছাইদুল ইসলাম মালাধর উত্তরপাড়া গ্রামের হাছিম উদ্দীনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার ঘটনার পর পরই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
মন্তব্য করুন