ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিসিএস’র আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমছে

বিসিএস’র আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমছে, ছবি: সংগৃহীত

বিসিএস’র আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর হচ্ছে। ৪৭তম বিসিএস থেকে তা কার্যকর করার কথা রয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। 

পিএসসি সূত্র জানায়, বিসিএস পরীক্ষার আবেদন ফি সাধারণ শিক্ষার্থীদের জন্য ৩৫০ ও প্রতিবন্ধীদের জন্য ৫০ টাকা করার প্রস্তাব দিয়েছে পিএসসি। এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করার প্রস্তাবও দেওয়া হয়েছে। ইতিমধ্যে পিএসসি এই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে কার্যকর হতে পারে।

আরও পড়ুন

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে আবেদন ফি ৭০০ টাকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি। সেসময় পিএসসি জানিয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- আগামী ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএস’র আবেদন প্রক্রিয়া শুরু হবে। তার আগেই পিএসসি’র প্রস্তাবিত ফি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।৪৭তম বিসিএসে তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে তিন হাজার ৪৮৭ জন ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইসরায়েলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

নিহতের পরিবারকে মোট অঙ্কের ক্ষতিপূরণ দিলেন আল্লু অর্জুন

অল্পতেই পার পেলেন কোহলি

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার সেই লেহেঙ্গাটি!

যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান : আইআরজিসি

রিচির নতুন যাত্রা