সাউথইস্ট ব্যাংক পিএলসি. আয়োজিত আইএসও ২০০২২ ট্রানজিশন এবং সুইফট নিরাপত্তা বিষয়ক কর্মশালা
সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. ট্রেনিং ইনস্টিটিউটে “ট্রানজিশনিং টু আইএসও অ্যাওয়ার্নেস ২০০২২ এবং ওন সুইফট সিকিউরিটি” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে, যেখানে ব্যাংকের বিভিন্ন অনুমোদিত ডিলার (এডি) শাখার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, এসএভিপি, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং কাজী মোঃ ইরফানুল হক, এসএভিপি, সাউথইস্ট ব্যাংক পিএলসি.। প্রশিক্ষণের আলোচ্য বিষয় হিসেবে আইএসও ২০০২২ মাইগ্রেশন, সিবিপিআর প্লাস এর প্রভাব, সিস্টেম আপডেট এবং সুইফট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুনসাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন কর্মশালার সমাপনী বক্তব্যে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং গ্রাহকের সম্পদের সুরক্ষার উপর প্রভূত গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য করুন