ইনসানিয়াতের দৃষ্টিতে কেউ হিন্দু- মুসলিম- বৌদ্ধ- খৃষ্টান নয় মানুষ, নারী- পুরুষ নয় মানুষ: আল্লামা ইমাম হায়াত
_original_1733155633.jpg)
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন,ইনসানিয়াত বিপ্লব জীবনের সত্যের ভিত্তিতে সব মানুষের জন্য জীবনের স্রষ্টাপ্রদত্ত ও স্রষ্টার মহান রাসুল প্রদত্ত সব মানুষের জন্য সমান মানবিক মর্যাদায় সমান মানবিক অধিকারের ভিত্তিতে বস্তুবাদি বৈষম্যহীন মানবিক সাম্য।
ইনসানিয়াত ধর্ম- বিশ্বাস- আদর্শ- মত- পথ -ভাষা -গোত্র- দেশ -রাষ্ট্র -লিংগ- বর্ণ- বর্ডার কোনো কিছুর ভিত্তিতেই মানুষের মধ্যে মানবাধিকার ও মানবিক মর্যাদার পার্থক্য ও বৈষম্য ভেদাভেদ করে না।
আল্লামা ইমাম হায়াত বলেন,ইনসানিয়াতের দৃষ্টিতে কেউ হিন্দু- মুসলিম- বৌদ্ধ- খৃষ্টান নয় মানুষ, নারী- পুরুষ নয় মানুষ, বাঙালী আরবী ইংলিশ নয় মানুষ, সাদা কালো বাদামি নয় মানুষ, আমেরিকান চাইনিজ আফ্রিকান ইন্ডিয়ান নয় মানুষ, ধনী গরীব উচ্চ নীচ উত্তম অধম নয় নামাজের কাতারের মত এক সমান বৈষম্যহীন মানুষ।
তিনি বলেন,ইনসানিয়াতের দৃষ্টিতে ধর্ম বিশ্বাস আদর্শ মত পথ যার যার নিজস্ব একান্ত বিষয় এবং নিজের আত্মিক ও আদর্শিক সব বিষয়ে স্বাধীন, যার সত্য তার, কেউ জবরদস্তি কারো জীবন স্বাধীনতা লংঘন করে কারো উপর কিছু চাপিয়ে দিতে বা কারো হৃদয়ের কোনো বিশ্বাস নিষিদ্ধ করতে পারেনা।
কারন ইনসানিয়াতের ভিত্তি সব মানুষের জন্য জীবনের স্রষ্টাপ্রদত্ত ও স্রষ্টার মহান রাসুল প্রদত্ত সবার নিজ নিজ জীবনের স্বাধীন আত্মমালিকানা ও রাষ্ট্র ও দুনিয়ার সম্মিলিত মালিকানা, যা অস্বীকার জীবনের স্রষ্টা ও স্রষ্টার রেসালাতের কর্তৃত্ব ও বিধান অস্বীকার।
আরও পড়ুনআল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত সকল বস্তুর উর্ধে সকল শক্তির উর্ধে কেবল জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রেসালাতের আলোকে মুক্ত মানবসত্তা, যে মানবসত্তার উর্ধে স্রষ্টা ও স্রষ্টার আলো ব্যতীত আর কিছু নেই।
ইনসানিয়াত মানে মানুষ হিসেবে সবার সমান নিরাপত্তা- মর্যাদা- অধিকার- স্বাধীনতা - নিজ নিজ বিশ্বাস আদর্শ হৃদয় প্রেম উৎসর্গ নিয়ে, নিজ নিজ প্রাইভেসী, নিজ নিজ জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা ও বিশ্বনাগরিকত্বের সমান অধিকারী।
আল্লামা ইমাম হায়াত বলেন, রাষ্ট্র সবার সম্পদ সবার দুনিয়া সবার, সবাই মুক্ত, সবাই স্বাধীন, কেউ কারো দাস নয়, কেউ কারো মালিক নয়,আবার সবাই সবার সুরক্ষা ও কল্যাণে- ভালোবাসায়- দায়িত্বে অংগীকারাবদ্ধ।
মন্তব্য করুন