ইউরোপের বাহিরে থেকেও যে তালিকায় মেসি-রোনালদো
স্পোর্টস ডেস্ক : ইউরোপ ছাড়লেও ফুটবলের যেসব তালিকায় আগে শুধু ইউরোপে খেলা ফুটবলারদের প্রাধান্য দেখা যেত, সেখানে এখন মেসি-রোনালদোও প্রভাব খাটাচ্ছেন।
এবার ফিফপ্রোর ২০২৪ সালের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায়ও পাওয়া গেল এ দুজনের নাম। ২৬ জনের এ তালিকায় ইউরোপের বাইরে থেকে শুধু এ দু’জনই জায়গা পেয়েছেন। ২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এর আগে জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়ে রোনালদো যান সৌদি আরবের ক্লাব আল নাসরে। ইউরোপ ছাড়ার পর অনেকেরই ধারণা ছিল, এ দুজন হয়তো ফুটবলের বড় পুরস্কারগুলোর তালিকায় আর জায়গা পাবেন না। নিজেদের সেরা সময় পেছনে ফেলে আসা এবং বয়সের বিষয়টি বিবেচনায় নিলে ভাবনাটা একেবারের অযৌক্তিকও ছিল না।
কিন্তু সেসব ভাবনাকে মিথ্যা প্রমাণ করে এখনো বৈশ্বিক পুরস্কারগুলোর তালিকায় জায়গা করে নিচ্ছেন এ দুজন। কদিন আগে ফিফা দ্য বেস্টের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থেকে আলোচনায় এসেছিলেন মেসি। আর এবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশের তালিকায় পাওয়া গেল মেসি-রোনালদো দুজনেরই উপস্থিতি। এই একাদশ নির্বাচনে ভোট দেন ফুটবলাররাই। যেখানে সর্বোচ্চ ১৭ বার একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো জায়গা পেয়েছেন ১৫ বার। ২০০৭ সাল থেকে মেসি প্রতিবারই এই একাদশে জায়গা পেয়েছেন। অন্যদিকে রোনালদো ২০২২ ও ২০২৩ সালে এই একাদশে জায়গা না পাওয়ায় মেসির চেয়ে পিছিয়ে পড়েছেন।
এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ২৬ জনের ১১ জনই ইংলিশ প্রিমিয়ার লিগের, যা কিনা যেকোনো লিগের মধ্যে সর্বোচ্চ। তবেএই ১১ জনের মধ্যে নেই চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা মোহাম্মদ সালাহর নাম। এই তালিকায় অবশ্য শুধু ম্যানচেস্টার সিটি থেকেই স্থান পেয়েছেন ৭ জন। তারা হলেন এদেরসন, রুবেন দিয়াজ, কাইল ওয়াকার, রদ্রি, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন ও আর্লিং হলান্ড। ক্লাব হিসেবে সিটি’র ওপরে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ বিজয়ীদের মধ্যে থেকে ৮ জন জায়গা পেয়েছেন এ তালিকায়। যেখানে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র—দুজনই আছেন।
ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন যারা :
গোলরক্ষক : এদেরসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়াল নয়্যার।
ডিফেন্ডার : দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।
মিডফিল্ডার : জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদরিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।
ফরোয়ার্ড : আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস, জুনিয়র, লামিনে ইয়ামাল।
মন্তব্য করুন