দিনাজপুর বিজিবির অভিযানে মাদকসহ আটক ৪
দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার দানাজপুর সীমান্ত থেকে মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করেছে। আটককৃত ২ নারীসহ ৪ জনকে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৪০ দিনের কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করেছে।
বিজিবি ৪২ ব্যাটালিয়ন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে দানাজপুর বিওপির দায়িত্বপূর্ণ পিলার ৩৪০/৩ এস ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরেও বিজিবির একটি টহল দল আখ সেন্টার নামক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করে। হাবিলদার দীনবন্ধু রায়ের নেতৃত্বে টহল দল একটি প্রাইভেট কারে বহনকারী আটককৃতদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা পায়।
আটককৃতরা হলেন- দিনাজপুর শহরের পাহাড়পুর মহল্লার নুরুল হুদার ছেলে আহমেদ তানভির হুদা (৪৫) ও কোহিনুর ইসলামের ছেলে মোঃ রাব্বি ইসলাম (২৫), শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডের সাজু মিয়ার মেয়ে রামিসা জাহান নুপুর (১৮) ও নিউটাউন এলাকার আলতাফ হোসেনের মেয়ে মুক্তা বেগম (১৯)।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালতের বিচারক পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার এন এম ইসফাকুল কবির প্রত্যেককে ৪০ দিনের কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন। পরে তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন