ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

দখলমুক্ত রাখতে মাঠে যৌথবাহিনী

বগুড়ায় যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত, ২ দিনে ৭০টি মামলা, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত, ২ দিনে ৭০টি মামলা, ২ লাখ টাকা জরিমানা, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ ৫টি স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চলছে।

এদিকে, গত দু’দিনে ট্রাফিক আইন লংঘনের অভিযোগে ৫৪টি মোটরসাইকেলসহ ৭০টি যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা করে ২ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সংলিষ্ট সূত্র জানায়,অপরাধ নিয়ন্ত্রণে সন্ত্রাসি-কিশোর গ্যাং, বেপরোয়া মোটর সাইকেল ঠেকাতে ও যান চলাচলে শৃংখলা আনতে যৌথবাহিনী অভিযান শুরু করেছে। অভিযানকালে গতকাল সোমবারও সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ২০টি যানবাহন আটক করে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। এর আগের দিন রোববারও ৫৪টি মোটরসাইকেল আটক করে জরিমানা করা হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে এই অভিযান শুরু করা হয়েছে।

আরও পড়ুন

শহরের সাতমাথা, বনানী,মাটিডালি, তিনমাথা ও চারমাথা এই ৫টি স্থানে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে চলছে যানবাহন তল্লাশি। এ ছাড়া সন্দেহভাজনদেরও দেহ তল্লাশি করা হচ্ছে। বগুড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই) মো: সালেক উদ্দিন জানান, সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাফিক পুলিশ যানজট ও ফুটপাত দখলমুক্ত রাখতে কাজ করছে।

শহরের সাতমাথা,স্টেশন সড়ক, চাঁদনী বাজার, থানা মোড়সহ শহরের বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার