প্রাণ-আরএফএল-কে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন ও সাপ্লাই চেইন ফাইন্যান্সিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপকে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির ফলে প্রাণ আরএফএল গ্রুপের ওয়ার্কিং ক্যাপিটাল এবং ফাইন্যান্সিয়াল অপারেশন আরও সহজ হবে।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানটিকে একটি কাস্টমাইজড পেমেন্ট সুবিধা প্রদান করবে, যার মাধ্যমে এপিআই ইন্টিগ্রেশনের সহায়তায় প্রাণ ইআরপি সিস্টেম সরাসরি লেনদেন শুরু করতে সক্ষম হবে। এর ফলে আর কর্পনেট মেকার মডিউলের মতো ম্যানুয়াল সিস্টেমের প্রয়োজন হবে না। এটি ভুলত্রুটি হ্রাসের পাশাপাশি নিরাপদ ও রিয়েল-টাইম ডেটা শেয়ারিং নিশ্চিত করবে।
প্রাণ-আরএফএল তাদের ইআরপি সিস্টেমের সাথে সংযুক্ত রিয়েল-টাইম অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকেও সুবিধা পাবে, যা তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, অটোমেটিক রিকনসিলিয়েশন এবং অর্ডার প্রসেসিং ও বাজারজাতকরণ কার্যক্রমও আরও দক্ষতার সাথে সম্পন্ন করতে সাহায্য করবে।
এছাড়াও, ব্র্যাক ব্যাংক আরটিজিএস এবং বিইএফটিএন চ্যানেলের ভার্চুয়াল অ্যাকাউন্ট সুবিধা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে তাদের পরিবেশকদের কাছ থেকে অর্থ আদায় করতে সহায়তা করবে। এই সুবিধাটি প্রতিষ্ঠানটির ইআরপির সিস্টেমের সাথে ঝামেলাহীন রিকনসিলিয়েশন নিশ্চিত করবে।
শীঘ্রই ব্র্যাক ব্যাংক নিজেদের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’-কে এই সুবিধায় যুক্ত করবে, যা কালেকশন এবং রিকনসিলিয়েশনের মতো কাজগুলোকে করে তুলবে আরও সহজ ও ঝামেলাহীন। এছাড়াও প্রাণ-আরএফএল ব্র্যাক ব্যাংকের ২৪/৭ ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করতে পারবে, যা প্রতিষ্ঠানটির অপারেশনাল প্রক্রিয়া সহজ করে তুলবে।
আরও পড়ুনব্র্যাক ব্যাংক প্রাণ-আরএফএল-এর সাপ্লাইদের ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা দিতে সাপ্লাইয়ার ফাইন্যান্সিং সল্যুশন দেবে। এই উদ্যোগের লক্ষ্য সাপ্লাই চেইন ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং সুবিন্যস্ত প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগিতামূলক অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে সহায়তা করা।
ব্র্যাক ব্যাংকের ১৮৭টি ব্রাঞ্চ, ৬২টি সাব-ব্রাঞ্চ এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে প্রাণ-আরএফএল নিয়মিত ব্যাংকিং সময়ের পরও, এমনকি ছুটির দিনেও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবে।
২৫ নভেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী এই চুক্তিতে স্বাক্ষর করেন। কর্পোরেট ক্লায়েন্টদের আধুনিক, দক্ষ এবং প্রযুক্তি-চালিত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়িত করার যাত্রায় ব্র্যাক ব্যাংকের আরেকটি মাইলফলক এই চুক্তিটি।
মন্তব্য করুন