বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
বরিশালে সেনাবাহিনীর মালবাহী গাড়িকে পিছন থেকে ধাক্কা দিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে স্কুলছাত্র রুহি (১৩) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বান্দ রোডে এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
নিহত রুহি বরিশাল নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডের মো. হাসানের ছেলে। তিনি নগরীর একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তেন।
আরও পড়ুনওসি মিজানুর রহমান বলেন, রুহি অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন। তিনি প্রতিদিনের মতো স্টেডিয়ামে প্র্যাকটিস শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখন সড়কে সেনাবাহিনীর একটি মালবাহী গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় রুহির সাইকেল। এতে রুহি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন