ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুলছাত্র শামিম রানার তৈরি বিমান উড়ছে আকাশে 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুলছাত্র শামিম রানার তৈরি বিমান উড়ছে আকাশে, ছবি : দৈনিক করতোয়া

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ইউটিউব দেখে বিমান তৈরি করে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া হাবিবপুর এলাকার স্কুলছাত্র শামিম রানা (১৫)। রিমোট নিয়ন্ত্রিত বিমানটিকে ১৫ মিনিট আকাশে উড়িয়ে অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী।

বিমানের সঙ্গে ওই কিশোরকে দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। শামিম রানা উপজেলার ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা সহিদুল ইসলাম পেশায় ক্ষুদ্র কৃষক, মা সুমি বেগম গৃহিণী। দুইভাইয়ের মধ্যে সে বড়।

শামিম রানার বিমানটি ১ কেজি ওজনের। যার দৈর্ঘ্য ৫৬ ইঞ্চি। উচ্চতা ও প্রস্থে সাড়ে ৮ ইঞ্চি। ৬টি চাকা বিমানে যুক্ত করা হয়। বিমানটিতে ২২শ’ কেভি দুইটি ব্রাশলেস ডিসি মোটর ব্যবহার করা হয়েছে। ইউটিউব দেখে প্রথমবার ককসিট দিয়ে বিমানের আদল তৈরি করে ব্যাটারি চার্জ দিয়ে উড়িচ্ছেন। রিচার্জেবল লিপো ব্যাটারির শক্তিতে চালিত বিমানটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে গতি-ওঠানামা নিয়ন্ত্রণ করা হয়। বিমানের নাম দিয়েছে অচিন পাখি।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শৈশব থেকেই বিমান বানানোর ইচ্ছে ছিল শামিম রানার। প্রথমে কলার গাছ ও কাগজ দিয়ে তৈরি করত বিমান। পরে ইউটিউব দেখে পড়ালেখার পাশাপাশি বিমান তৈরির প্রস্তুতি নেন শামিম রানা। এজন্য সে তার বাবা-মায়ের কাছ টাকা নেয়ার বায়না করত।

আরও পড়ুন

খাতা-কলম কেনার টাকা খরচ না করে জমিয়ে রাখত সে। সেখান থেকে প্রায় ১৫ হাজার টাকা দিয়ে ঢাকা থেকে বিমান তৈরির খুচরা যন্ত্রাংশ অনলাইনে কিনে। ৯ মাসের চেষ্টায় একটি ক্ষুদ্র বিমান তৈরি করতে সক্ষম হয় সে।

শামিম রানা জানায়, ছোট বেলায় আমার মাথার ওপর দিয়ে বিমান কীভাবে গেলো, তা দেখে  চিন্তায় করেছি। ওই দিন থেকে আমি নিজের হাতে বিমান তৈরি করে আকাশে ওড়ানোর স্বপ্ন দেখি। তাই কলার গাছ ও কাগজ দিয়ে প্রথমে বিমান তৈরি করা শুরু করি। এখন বিমানটি আকাশে ওড়াতে পেরে খুবই আনন্দিত আমি। ভবিষতে আমি ইঞ্জিনিয়ার হতে চাই।

ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার বলেন, আমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শামিম রানা লেখাপড়ার পাশাপাশি ককসিট দিয়ে ব্যাটারি চালিত বিমান তৈরি করেছে। বিদ্যালয় থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলেছে ডিএনএ নমুনা, মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো নামিবিয়া

কারাগার থেকে পলাতক ৭০০ বন্দি এখনও অধরা : কারা মহাপরিদর্শক

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রথমবার সিরিজসেরা হয়ে যা বললেন তাসকিন