ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

লালমনিরহাটে রেলওয়ের দুই অ্যাটেনডেন্ট সাময়িকভাবে বরখাস্ত

লালমনিরহাটে রেলওয়ের দুই অ্যাটেনডেন্ট সাময়িকভাবে বরখাস্ত, প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : বিনা টিকিটে রেল ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে আদায় করা অর্থ তছরুপ করার অভিযোগে দুইজন অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু স্বাক্ষরিত চিঠিতে তাদের সাময়িক বরখাস্ত ও শোকজ করা হয়। বরখাস্তাদেশ প্রাপ্তরা হলেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ক্যারেজ ডিপোর অ্যাটেনডেন্ট সোহেল রানা (টি/নং ৬৪৪) ও আব্দুর রব রাহাত।

রেলওয়ে দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন ওই ট্রেনের ওই দুই অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত।

যাত্রীদের মধ্যে একজন এ দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কাছে যান স্থানীয় ৩ সাংবাদিক। ভিডিওটি দেখার পরেই সাংবাদিকদের ওপর তেড়ে উঠে হেনস্তা করেন ওই কর্মকর্তা। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের রুম থেকে বের করে দেন।

আরও পড়ুন

পরে সাংবাদিকরা বিষয়টি রেলওয়ের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করলে অভিযুক্ত ওই দুই অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাতকে শোকজ করে তাদের সাময়িক বরখাস্ত করে গতকাল সোমবার বিকেলে আদেশ জারি করেন রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু। শোকজের জবাব আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়। একই সঙ্গে অপর এক আদেশে তাদের সাময়িকভাবে বরখাস্তও করা হয়।

এনিয়ে গতকাল মঙ্গলবার লালমনিরহাটের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু'র সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

তবে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আব্দুস সালাম জানান, ‘যাত্রীসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাংবাদিকদের হেনস্তা করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলেছে ডিএনএ নমুনা, মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো নামিবিয়া

কারাগার থেকে পলাতক ৭০০ বন্দি এখনও অধরা : কারা মহাপরিদর্শক

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রথমবার সিরিজসেরা হয়ে যা বললেন তাসকিন