নাটোরের সিংড়ায় জামায়াত নেতাকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে পলকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় জামায়াত নেতাকে অপহরণের পর হাতুড়িপেটা ও নির্যাতনের ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে সিংড়া থানায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. আসমাউল হক। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার করচমাড়িয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ নভেম্বর সিংড়া উপজেলার কালীগঞ্জ থেকে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহচররা মাইক্রোবাসে এসে আব্দুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায়।
পরে পলকের নির্দেশে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল, আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম ভোলা, মোজাম্মেল হোসেন, শাহজাহান আলী, আব্দুর রউফ বাদশাসহ অন্যান্য সহযোগীরা হাতুড়ি দিয়ে আব্দুর রাজ্জাককে উপর্যুপরি আঘাত করে হাত-পা ভেঙে ফেলে রেখে যায়।
অভিযোগে আরও দাবি করা হয়, ২০১৮ সালের ১৯ নভেম্বর ছাতারবাড়িয়া এলাকায় একটি ইসলামী জালসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের নাম উচ্চারণ করে আব্দুর রাজ্জাককে দোয়া করার নির্দেশ দেন জালসার প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে তিনি নির্দেশ অমান্য করলে সকলের উপস্থিতিতে পলক তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
আরও পড়ুনওই ঘটনায় আব্দুর রাজ্জাক বাদি হয়ে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন। এসময় নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, কর্মপরিষদ সদস্য আফছার আলী, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ ও পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মামলার বাদি আব্দুর রাজ্জাক জানান, হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে তিনি ঠিকমত চলাফেরা করতে পারেন না। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক জানান, আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি বাদি হয়ে সাবেক প্রতিমন্ত্রী পলকসহ ২৯ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছি।
মন্তব্য করুন