ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় তথ্যমেলায় সরকারি সেবা সংক্রান্ত তথ্য পেলেন সাত সহস্রাধিক নাগরিক

বগুড়ায় তথ্যমেলায় সরকারি সেবা সংক্রান্ত তথ্য পেলেন সাত সহস্রাধিক নাগরিক

স্টাফ রিপোর্টার : বগুড়ায় শেষ হয়েছে দু’দিন ব্যাপি তথ্যমেলা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের শহীদ খোকন পার্কে এই মেলার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) মেলার শেষদিন দর্শনার্থীদের আগমনে সকাল থেকেই মেলা জমে ওঠে। সকালে মেলামঞ্চে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।

তথ্যমেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া’র জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার মো: জেদান আল মুসা পিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন সনাক সভাপতি অধ্যাপক মো: ওসমান গণি, সহ-সভাপতি মিলন রহমান, তথ্যমেলা ২০২৪ উদযাপন উপ-কমিটি’র আহ্বায়ক মাছুদার রহমান হেলাল, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: মঞ্জুর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য মেরাজুল হাসান মন্ডল এবং নিভা রাণী সরকার।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে হোসনা আফরোজা বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সকল দপ্তরকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রদান করতে হবে, ওয়েবসাইট এ তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে এবং জনগণকে সচেতন হতে হবে । নাগরিক সচেতন হয়ে তথ্য চাইলে সরকারি কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য।

দুই দিনব্যাপী আয়োজিত তথ্যমেলায় সরকারি সেবা সংক্রান্ত তথ্য পেয়েছে সাত সহস্র্রাাধিক নাগরিক। মেলায় অংশগ্রহনকারী ৩০টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। মেলায় সর্বোচ্চ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বগুড়া নির্বাচিত হয়।

এছাড়াও তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বই বিতরণ করা হয়। সন্ধ্যায় বগুড়ার সচেতন নাগরিক কমিটি-সনাকের ইয়েস গ্রুপ সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী নাটক অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলার সাবেক পৌর মেয়র আ’লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

মিলেছে ডিএনএ নমুনা, মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো নামিবিয়া

কারাগার থেকে পলাতক ৭০০ বন্দি এখনও অধরা : কারা মহাপরিদর্শক

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা