উত্তরাঞ্চলে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
করতোয়া ডেস্ক : উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ইত্যাদি।
প্রতিনিধিদের পাঠানো এসংক্রান্ত আরও খবর-
দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ময়নুল হক এর সভাপতিতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুয়তাহিনা প্রমুখ।
নীলফামারী : নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক আল মাসুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ : ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’- স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মডেল মসজিদের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
নওগাঁ : নওগাঁয় সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকরে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
আরও পড়ুনএতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিবন্ধী শিশুসহ তাদের অভিভাবকবৃন্দ।
পাবনা : পাবনায় দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ৩৫ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।
বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ বেলকুচিতে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বেলকুচি উপজেলা চত্বরে একটি র্যালি বের হয় এবং পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে "বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) এর আয়োজনে কারিতাস দিনাজপুর অঞ্চলের ক্লাব ও নারী ফোরামের প্রতিবন্ধী ব্যক্তিগণের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে এসডিডিবি প্রকল্পের উন্নয়ন কমিটির সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়া পৌরসভার সোহাগবাড়ি মহল্লায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস, সিংড়া থানার ওসি মো. আসমাউল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদ আলী মোল্লা, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আঞ্জুমান আরা প্রমুখ।
মন্তব্য করুন