ভিডিও বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

বগুড়ার সোনাতলার সাবেক পৌর মেয়র আ’লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

বগুড়ার সোনাতলার সাবেক পৌর মেয়র আ’লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার, ছবি: সংগৃহীত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : যৌথ বাহিনীর অভিযানে বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় বগুড়া সদরে হত্যা মামলার আসামিও মেয়র নান্নু।

জানা গেছে, গত কয়েক দিন থেকেই নান্নু ঢাকায় অবস্থান করছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি সোনাতলায় ফেরেন। খবর পেয়ে সন্ধ্যায় যৌথবাহিনী তার বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। বাড়ি তল্লাশি শেষে মেয়রের গ্রামের বাড়ি কাবিলপুরে তার পুকুর পাড়ের খামারে অভিযান চালায়। অভিযানে তার খামার থেকে একটি রামদা ও বাড়ি থেকে অন্য ১৬টি অস্ত্র পাওয়া যায়। এতে প্রায় ১৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। এসবের মধ্যে ৫টি ছোরা, একটি চাইনিজ কুরাল, ছয়টি রামদা, তিনটি চাকু, একটি বার্মিস চাকু। প্রায় ৫ ঘণ্টা অভিযানের পর রাত আনুমানিক ১২টার দিকে সোনাতলা থানায় নিয়ে সাবেক মেয়রকে অস্ত্রসহ জমা দেওয়া হয়। সাবেক মেয়র নান্নুর বিরুদ্ধে ৫ আগষ্টের পর দুটি হত্যা মামলা হয়েছে।

সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী হুদা বলেন, মঙ্গলবার রাত ৭টা থেকে প্রায় ৫ ঘণ্টা অভিযানের পর রাত আনুমানিক ১২টার দিকে সোনাতলা থানায় নিয়ে সাবেক মেয়রকে অস্ত্রসহ জমা দেওয়া হয়। এ ঘটনায় আজ বুধবার অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারে ইনসানিয়াত বিপ্লবের ১৮ প্রস্তাব

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্পখাতে জ্বালানি সংকট

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ