ম্যাচসেরা হয়ে বোলারদের প্রশংসা তাইজুলের
স্পোর্টস ডেস্ক : টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হারিয়ে দুই টেস্টের সিরিজ শেষ করেছে ১-১ সমতায়।
এই ম্যাচে জয়ের পেছনের অন্যতম নায়ক তাইজুল ইসলাম। এই ফরম্যাটে দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতার পুরোটাই এই বাঁহাতি স্পিনার মেলে ধরেছেন জ্যামাইকা টেস্টে। প্রয়োজনের সময় সেটি মেটাতে সক্ষম হয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫০ রানে পাঁচ উইকেট শিকার করে একাই ধসিয়ে দেন ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ। টেস্ট ক্যারিয়ারে ১৫ বারের মতো ৫ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। পরে ম্যাচ শেষে হাজির হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যামেরার সামনে। ভিডিও বার্তায় তাইজুলের কণ্ঠে শোনা গেল আত্মতৃপ্তির ছাপ, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের যে চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছি। চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি, আমার ওপরে দলের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছি। ভালো লাগছে।’
আরও পড়ুনম্যাচসেরা তাইজুল প্রশংসা করেছেন সব বোলারদের, ‘এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে। সবাই চেষ্টা করেছে, ছেলেরা জয় পেতে নিজেদের উজাড় করে দিয়েছিল। বর্তমানে আমাদের যে পেস ও স্পিন আক্রমণ আছে, আমরা খুব ভালো খেলছি। সবাই ভালো ছন্দে আছে। আমরা যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারি।’ নিয়মিত অধিনায়ক ও অভিজ্ঞদের ছাড়া বিরুদ্ধ কন্ডিশনে দলের জয় ও সিরিজ ড্র করতে পেরে বেশ তৃপ্ত তাইজুল, ‘অবশ্যই আমাদের বাংলাদেশ দলের জন্য এটা অনেক বড় পাওয়া। কারণ, এই দলে বেশ কিছু তরুণ ছেলে ছিল। কিছু লোক ছিল যারা ৮-১০ বছর ধরে খেলছে। তবে দলের বেশিরভাগই ছিল তরুণ। সবার মধ্যে ওই ব্যাপারটা ছিল যে, ম্যাচ জিতব। সবাই যে চেষ্টা করেছে, এটা অসাধারণ ও অতুলনীয়।’
মন্তব্য করুন