সভাশেষে বিলি ১০ হাজার প্যাকেট বিরিয়ানি
এবার ভারতে বাংলাদেশীদের তৈরি বিরিয়ানি বয়কটের ডাক
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ইস্যুতে সোমবার অনুপ্রবেশকারীদের তৈরি বিরিয়ানি বয়কটের ডাক দেন সনাতনীরা। এছাড়া পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সভা হয়। মঞ্চে বিজেপির একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। মঞ্চে বক্তব্য দিতে উঠে বিরিয়ানির দোকান বয়কটের ডাক দেন বিজেপি নেতারা।
বুধবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, রাজ্যে যেভাবে বিরিয়ানির দোকান হয়েছে, তাতে হিন্দু থাকতে পারে না। বিরিয়ানি নিয়ে সরব হন কালিকানন্দ মহারাজ। তিনি বলেন, বিরিয়ানির দোকান বন্ধ করতে হবে। যদিও অনুষ্ঠান শেষে দেখা গেল সভায় আসা মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে বিরিয়ানিরই প্যাকেট। জানা গিয়েছে, এদিন ১০ হাজার মানুষের বিরিয়ানির ব্যবস্থা ছিল। সভা শেষে প্রায় সকলকেই বাড়ি ফেরার পথে বিরিয়ানির প্যাকেট হাতে দেখা গিয়েছে।
আরও পড়ুন
চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সভায় বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ওদেশে থাকা হিন্দুদের সমস্ত রকম সাহায্য করতে হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন করবেন বলেও জানান। সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে মাত্র ৩০০ মিটার দূরে সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এদিন একপ্রকার হুমকি দেওয়া হয়। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি ও হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে আগামীতে দু’ দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা। সভা শেষে সনাতনীদের নিয়ে নো ম্যানস ল্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।
মন্তব্য করুন