ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

বিএনপি নেতা আমিন হোসেন বোয়িং মোল্লা

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা আমিন হোসেন বোয়িং মোল্লা (৫৫) মারা গেছেন।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ নভেম্বর রাতে হামলায় তিনি আহত হওয়ার পর বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আমিন হোসেন বোয়িং মোল্লা খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব।

আরও পড়ুন

খুলনা সদর থানা পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর রাতে নগরীর টুটপাড়া এলাকায় সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বিএনপি নেতা আমিন মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুক্ষণ পর সেখান থেকে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে এই হামলার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার