অভিনয় থেকে একেবারে অবসর নয়, সাময়িক বিরতি নিয়েছেন বিক্রান্ত ম্যাসি
বর্তমানে ক্যারিয়ারের ভালো সময়ে অবস্থান করছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। কিন্তু হঠাৎ গত ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয় ছাড়ার ঘোষণা দেন তিনি। হুট করে অভিনেতার এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন তার ভক্তরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিক্রান্ত।
এদিকে অভিনেতার অবসরে যাওয়ার ঘোষণার দিনই ঘটল আরেক ঘটনা। ভারতের সংসদ ভবনে বিক্রান্ত অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’ দেখানো হয়। যা সরাসরি দেখেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রদর্শনী শেষে সিনেমা ও অভিনেতা বিক্রান্তের ভূয়সী প্রশংসা করেন দেশপ্রধান। মূলত এরপরই সুর পাল্টে ফেলেন বিক্রান্ত। অভিনেতা জানান, তার কথার ‘ভুল ব্যাখ্যা হয়েছে।’
ভারতীয় গণমাধ্যমকে বিক্রান্ত বলেন, আমার পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি একেবারে অবসরের ঘোষণা দিইনি। অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছি। অভিনয় ছাড়া কিছুই চাই না। বর্তমানে আমি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত। এ কারণে অভিনয় থেকে কিছুদিনের জন্য ব্রেক নিয়েছি।
এ সময় অভিনেতার কাছে অবসরের কারণ সম্পর্কে জানতে চাইলে জবাব এড়িয়ে যান বিক্রান্ত। বরং তিনি বলেন, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গৃহমন্ত্রীর পাশে বসে সিনেমা দেখা অন্যরকম অভিজ্ঞতা। সিনেমাটি যে তাদের কাছে ভালো লেগেছে, সেটি আমার কাছে অনেক গর্বের। সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ রইল।
আরও পড়ুনএর আগে, ইনস্টাগ্রামের এক পোস্টে বিক্রান্ত লিখেছিলেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে।একজন অভিনেতা হিসেবে।
অভিনেতা আরও লেখেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।
গেল বছর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি। মুক্তির পর দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে এটি। সিনেমার নাম ভূমিকায় অর্থাৎ মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত।
প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করছেন বিক্রান্ত। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান অভিনতো। ‘টুয়েলভথ ফেল’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘সেক্টর থার্টি সিক্স’র মতো সিনেমায় তার অভিনয় সমালোচকদের পাশাপাশি নজর কেড়েছে দর্শকদেরও। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ দেখা গেছে বিক্রান্তকে।
মন্তব্য করুন